বাসস
  ০৮ জুলাই ২০২৫, ১৬:১৫

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান । ছবি : বাসস

পিরোজপুর, ৮ জুলাই, ২০২৫ (বাসস):জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , আজ ভোর রাতে বাজারের সোলায়মান হাওলাদারের ফলের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।তারা কিছু করার আগেই মুহূর্তের আগুন  ছড়িয়ে পড়ে পাশের এনায়েত হোসেনের ঔষধের দোকান ও মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নাজিরপুর ফায়ার সার্ভিসের  কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে  আগুনের সূত্রপাত হয়েছে।