শিরোনাম
নীলফামারী, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় প্রিয় নাথ (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা দুইটার দিকে নীলফামারী- সৈয়দপুর সড়কে সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রিয় নাথ জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কালারডাংগা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাইসাইকেল নিয়ে দারোয়ানী টেক্সটাইল বাজার থেকে বাড়িতে ফিরছিলেন প্রিয় নাথ। পথিমধ্যে সড়ক পার হওয়ার সময় নীলফামারী থেকে সৈয়দপুরগামী দ্রুত গতির একটি ব্যাটারী চালিত ইজিবাইক বাইসাইকেল আরোহী প্রিয় নাথকে ধাক্কা দিলে ঘটনান্থলেই তিনি নিহত হন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ এবং আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।