বাসস
  ০৫ জুলাই ২০২৫, ১৫:৪৭

নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালিত

শনিবার নাটোর জেলা প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসবে বিএনপি নেতা এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তৃতা করেন। ছবি : বাসস

                                                             
নাটোর, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে।

আজ সকাল সাড়ে দশটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

এ উপলক্ষে প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় দুলু বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন  গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে। তাই আমাদের উচিৎ স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। 

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্তো করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সুবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় রয়েছে। 

জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাসস প্রতিনিধি ফারাজী আহম্মদ রফিক বাবন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ বিন আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

প্রেসক্লাবে রাতে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।