শিরোনাম
সিলেট, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেট-ঢাকা মহাসড়কে আজ শনিবার দুটো বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
ওসমানী নগর উপজেলার কুরুয়াবাজার নামক স্থানে আজ ৫ জুলাই শনিবার ভোর ৬টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের সিলেট কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, এনা (ঢাকা মেট্রো ব-১৫-২২৭৫) ও ইউনিক (ঢাকা মেট্রো.-১৫-১৮৬১) পরিবহনের দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে রাজু (২৬) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি ইউনিক পরিবহনের বাসের হেলপার ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামে।
দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ অন্তত ১১জন আহত হন।
আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।