বাসস
  ০৫ জুলাই ২০২৫, ১০:১৯

নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ বিএনপি নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীর

ছবি : বাসস

টাঙ্গাইল, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি  আবুল কালাম আজাদ সিদ্দিকী।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার ৩নং ফতেপুর ইউনিয়নে চাকলেশ্বর, থলপাড়া, ফতেপুর, সুতানুড়ি ও পারদিঘী নদী ভাঙ্গন পরিদর্শন এবং নদী ভাঙ্গন রোধে গতকাল জিও ব্যাগ ফেললেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় মির্জাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও নদী তীরবর্তী গ্রাম সমূহের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।