শিরোনাম
লক্ষীপুর, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখা স্বেচ্ছায় রক্তদান ও ব্লাডগ্রুপিং কর্মসূচি পালন করেছে।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজ থেকে জানা গেছে, অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও লক্ষীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. নাজমুল হক, সদস্য সচিব ডা. আব্দুল করিম মিঠু, বারডেম ড্যাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ, সহ-সম্পাদক ডা. রাসেল হোসেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডা. খালিদ সিফাত, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মীর সোহান ও ডা. মো. মাহাবুব।