শিরোনাম
সিলেট, ৩ জুলাই, ২০২৫ (বাসস): বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। শহীদ পাবেল আহমদ এর ভাই পিপলু আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা ইরাফিন সরকার।
অনুদানের চেকটি গ্রহণ করেন শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের পিতা রফিক উদ্দিন ও ভাই পিপলু আহমদ। এসময় সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর উপস্থিত ছিলেন।
শহীদ মোহাম্মদ পাবেল আহমদ কামরুলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে। বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সিলেট নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকায় কামরুল শহীদ হন।