শিরোনাম
চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার বাঁশখালীতে ৮ হাজার পিচ ইয়াবাসহ মো. সাইফুর রহমান (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামের মৃত আহাদুল্লার ছেলে।
ওসি বলেন, থানার মূল গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা কক্সবাজারের চকরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো। পরে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।