বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১৯:১৮

চসিকের উচ্ছেদ অভিযানে ১২ দোকানির জরিমানা 

ছবি : বাসস

চট্টগ্রাম, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট মোড় ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

আজ বৃহস্পতিবার অভিযানে ট্রেড লাইসেন্স না থাকা দোকানিদের বিরুদ্ধে ১২টি মামলায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। 

তিনি জানান,  মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ফুটপাত দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আজকের অভিযানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুসারে ১২টি মামলায় ১২জন দোকানিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রণয় চাকমা বলেন, যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের অবশ্যই তা সংগ্রহ করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া হকারদের বিকেল ৩টার আগে ব্যবসা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। হকাররা চাইলে চাকাযুক্ত ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ব্যবসা চালাতে পারবেন, তবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

চসিক সূত্রে জানা যায়, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।