শিরোনাম
ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী মিয়ানমারকে তাদের দেশের মাটিতে হারিয়ে এশিয়ান কাপের চুড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ায়, বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
জাতীয়তাবাদী ছাত্রদল আজ এক বিবৃতিতে বাংলাদেশ নারী ফুটবল দলকে তাদের সাফল্যের জন্য এই অভিনন্দন জানায়।
ছাত্রদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল আরও বড় সাফল্য অর্জন করবে।
বিবৃতিতে বলা হয়, ১৯৮০ সালে কুয়েত এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ পুরুষ দল। এরপর আর কোন এশিয়ান কাপে বাংলাদেশ পুরুষ দল খেলার সুযোগ পায়নি।
এতে আরো বলা হয়, তাবিথ আউয়াল বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর, ফুটবলের উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে নারী ফুটবল দলের অসামান্য কৃতিত্ব জাতিকে আশান্বিত করছে।