শিরোনাম
নেত্রকোনা, ২ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা সদর উপজেলা শাখা। আজ মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ের হল রুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেত্রকোনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির ডা. আবুল হোসেন তালুকদার, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব হাজারো শহীদ, লাখ বিপ্লবীর আহত ও পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে সফলতা অর্জিত হয়েছে। আমরা এ বিপ্লব কারো হাতে বর্গা দিতে দিবোনা। আর কোন স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ দেয়া যাবেনা। বিপ্লবীদেরকেই অর্জিত এ স্বাধীনতার পাহারা দিতে হবে।
শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলার নন্দিপুর গ্রামের শহীদ রমজান আলীর মাতা।
অনুষ্ঠান শেষে শহীদ রমজান আলীর মায়ের হাতে কিছু আর্থিক সহায়তা ও সৌজন্য উপহার তুলে দেন জেলা জামায়াতের নেতারা।