বাসস
  ০২ জুলাই ২০২৫, ২১:৪১

বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন মন্দিরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ছবি: বাসস

বাগেরহাট, ২ জুলাই, ২০২৫( বাসস): জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনায় জেলার কচুয়া উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় মন্দির কমিটি ও হিন্দু নেতৃবৃন্দের  উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জন্য  প্রার্থনা করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব পার্থ হালদারের আয়োজনে শ্যানপুকুরিয়া শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির কমিটির সভাপতিসহ বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বাগেরহাট জেলা শাখার সহযোগিতায় ও কচুয়ার শিবপুর শিববাড়ি মন্দিরের আয়োজনে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

স্থানীয় মন্দির কমিটির আয়োজনে মঘিয়া শিব ও কালিবাড়ি মন্দিরে শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হয়। 

এছাড়াও সাইনবোর্ড বাজার মন্দিরে বিশেষ  প্রার্থনা অনুষ্ঠিত হয়।