শিরোনাম
চুয়াডাঙ্গা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ ২০২৪-২০২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান সরকারের সভাপতিত্ব এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলায় বিএডিসি’র যুগ্ম-পরিচালক এ এফ এম শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী সিরাজুম মুনিরা প্রমুখ।
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. হাসান আলী জানান, বাংলাদেশে সরিষা, সূর্যমুখী ও তিল এই তিন ধরনের তেল জাতীয় ফসল বেশি উৎপাদন হয়। চুয়াডাঙ্গা জেলা সরিষার চাষের উপযোগী হওয়ায় তিনি কৃষকদেরকে সরিষা চাষ করার আহ্বান জানান।
পরে, সরিষা চাষে সাফল্য অর্জন করায় জেলার ৫ জন কৃষকের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।