বাসস
  ০২ জুলাই ২০২৫, ১৬:২৯

পিরোজপুরে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খালের পাশে বৃক্ষরোপণ 

জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খালের পাশে বৃক্ষরোপণ । ছবি : বাসস

 মো.মিজানুর রহমান

পিরোজপুর, ২ জুলাই, ২০২৫ (বাসস):জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজার।এ বাজারটি যেমনি এ অঞ্চলের একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী বাজার। অন্যদিকে এ বাজারের সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম।চলিশা এলাকাবাসী আজও জিয়াউর রহমানের নাম শুনলে স্মৃতি কাতর হয়ে যায়।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য চলছিল খাল খনন কর্মসূচি।

এর অংশ হিসেবে টোনা ইউনিয়নের হুলা এলাকা থেকে  চলিশা বাজার পর্যন্ত  প্রায় ১.৫০ কিলোমিটারের  একটি ভাড়ানি খাল খনন করা হয়।খনন সম্পন্ন হওয়ার পরে সেই খাল উদ্বোধনের জন্য শহীদ হওয়ার  ঠিক নয় দিন আগে ১৯৮১ সালের ২১ শে মে রাষ্ট্রীয় সফরে পিরোজপুরে এসেছিলেন জিয়াউর রহমান।তখন চলিশা বাজারেও  এসেছিলেন তিনি ।খাল উদ্বোধনের সময় জিয়াউর রহমান  নিজ হাতে সেচ পাম্প চালু করেছিলেন। তবে হ্যান্ডেল ঘুরিয়ে সেই সেচ পাম্প  চালু করতে গিয়ে হ্যান্ডেল ছিটকে গিয়ে তার পায়ে লাগে। তাতে তিনি আহত হয়েছিলেন। এবং সেখানে তার পা থেকে রক্ত ঝরে ছিল।সেই স্মৃতি এখনো মনে আছে চলিশা বাসীদের।

জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত খালের ঠিক পাশেই জিয়াউর রহমানের পছন্দের কয়েক শতাধিক নিম গাছ রোপন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে ফাউন্ডেশন এর সঙ্গে অংশগ্রহণ করেন চলিশা গ্রামের ৮৭ বছরের বৃদ্ধ ইউনুস আলী।যিনি খুব কাছ থেকে দেখেছেন জিয়াউর রহমানকে। 

এবারের ঈদুল আযহায় দীর্ঘ সরকারি ছুটিতে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই নিম গাছ রোপন করেন জিয়াউর রহমান  ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক,পিরোজপুরের সন্তান সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।

এ সময় সাঈদ খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চলিশা বাজারের ভারানি খালের পাশে নিমগাছ রোপন কার্যক্রম শুরু হয়েছে। চলিশা বাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা।১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভারানি খাল উদ্বোধন করতে এসেছিলেন। 
তিনি আরো বলেন, রাজনীতির বাহিরে গিয়েও সাধারণ মানুষের জন্য ভালো কিছু করা যায় সেই আদর্শকে ধারন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে। জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান যে খালটি কেটেছিলেন সেই খালের পাশে কয়েক শতাধিক নিম গাছ রোপন করতে পেরে আমরা গর্বিত।
নিমগাছ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন।

এছাড়া উপস্থিত ছিলেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারন সম্পাদক মাহামুদুল হাসান শাহিন প্রমুখ।