বাসস
  ০২ জুলাই ২০২৫, ১৩:০৮

দিনাজপুরে বৃক্ষ মেলা বাস্তবায়নে প্রস্তুতি সভা

দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বুধবার এক প্রস্তুতি সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

দিনাজপুর, ২ জুলাই ২০২৫(বাসস): জেলায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা আজ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

আগামী ১৯ জুলাই দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলা শুরু হবে। এ মেলা ২৮ জুলাই শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার ১৩ টি উপজেলা ও ১০৩টি ইউনিয়ন এবং ৯টি পৌর এলাকায় ৮ লাখ বৃক্ষ রোপণ করা হবে। দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক বন বিভাগ এ কর্মসূচি বাস্তবায়ন করবে। 

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. মোসফেকুর রহমান, সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার বেগম, ওয়ার্ল্ড ভিশনের জেলা সমন্বয়কারী অরবিন্দ সিলভেস্টার গোমেজ, সমাজসেবা কার্যালয়ের  উপপরিচালক মো. আব্দুল মতিন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিলন মিয়া, স্কাউটস  দিনাজপুর জেলার সম্পাদক মো. আকরাম হোসাইন। 

এছাড়াও জেলার বিভিন্ন নার্সারি মালিক, নার্সারি উদ্যোক্তা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।