বাসস
  ০১ জুলাই ২০২৫, ২০:৪৮

গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো করোনা শনাক্ত হয়নি

 সিলেট, ১ জুলাই ২০২৫ (সিলেট) :  গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। 

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৩৮১ জনের করোনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তিকৃত ৪ জনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর করোনায় এ পর্যন্ত ১ জন মৃত্যুবরণ করেছেন।