শিরোনাম
ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস): গণহত্যার বিচার ও সংস্কার কাজের অগ্রগতির মাধ্যমে জনগণকে আশ্বস্ত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম।
তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচার সময়ের অনিবার্য দাবি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দায়িত্ব নেয়া সরকারকে জনগণের এই দাবি বাস্তবায়ন করতে হবে।
আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করা। গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদের বিচার দ্রুত সম্পন্ন করা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া।
আবুল কাশেম বলেন, রাষ্ট্রের রন্ধ্রে-রন্ধ্রে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সচিবালয় অচল করে দেশকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া ফ্যাসিবাদের কাজ। বর্তমান সরকারকে যারা বিভিন্ন সমস্যায় ফেলে দিতে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আর যাই হোক দেশের কল্যাণ চায় না।