বাসস
  ২৫ মে ২০২৫, ১৬:১৩

নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। ছবি বাসস

টাঙ্গাইল, ২৫ মে, ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া থেকে বের হয়ে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

রোববার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, যে পাঁচ লাখ গাছ লাগানো হবে, তা দেশীয় গাছ নির্বাচন করা হয়েছে। এ গাছগুলো পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রাণীদের আশ্রয় দেবে। শুধু চারদিক সবুজ করার জন্য নয়, গাছগুলো থেকে আমরা ভালো অক্সিজেন পাবো, দূষণ কমবে, পাখির আশ্রয় হবে। 

তিনি বলেন, যারা এই গাছগুলো লাগাবেন, গাছের সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমরা গাছগুলো লাগিয়েই বসে থাকব না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করব।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকৃতিকে বিরক্ত করে নানা কর্মকাণ্ডের মাধ্যমে আমরা গাছ কেটে বলি, ‘২০ হাজার গাছ কেটে ৪০ হাজার গাছ লাগাব’। এজন্য আমাদের এতো বড় বড় বিপত্তি হয়। আপনি কিছু প্রাকৃতিক অবস্থায় ফেরত আনতে পারেন, কিন্তু সবটা ফেরত আনতে পারবেন না।

তিনি বলেন, বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আমরা প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম। কিন্তু আমরা প্রকৃতিকে এমন অত্যাচার করলাম, এখন আমাদের তা সংশোধনের কাজ করতে হচ্ছে। আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস প্রায় প্রকৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে নিজেদের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ বন বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।