শিরোনাম
গাজীপুর, ২৪ মে, ২০২৫ (বাসস) : পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গাজীপুরের গাছা খাল এবং লবণদহ নদী পুনরুদ্ধার, দখল ও দূষণ মুক্তকরণের কাজ শিগগিরই শুরু করা হবে।
আজ শনিবার গাজীপুরের পিটিআই অডিটরিয়ামে ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম ২০২৫’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এ দুটি প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন করে দেওয়া হয়েছে এবং এ বর্ষার পরপরই গাছা খাল এবং লবণদহ নদী দখল ও দূষণমুক্ত করণসহ পুনরুদ্ধারের কাজ পুরোদমে শুরু করা হবে।
এ সময় তিনি নিয়মিত অভিযান চালিয়ে লবণদহ নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়ার জন্য গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ ছাড়া প্রকল্প শুরুর আগেই দ্রুততম সময়ের মধ্যে লবণদহ নদীর সীমানা চিহ্নিত করার জন্যও তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন।
উপদেষ্টা বলেন, এই প্রকল্পকে সফল করতে হলে কেবল খালে পানি প্রবাহ ফিরিয়ে আনলেই হবে না খালকে দুর্গন্ধ মুক্তও করতে হবে।
গাছা খাল যারা দূষণ করছেন তাদেরও চূড়ান্ত তালিকা হয়ে গেছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'এখন থেকে যারা দূষণ করছেন তাদের সাথে প্রথমে আলোচনায় বসবো, এরপরে তাদেরকে সতর্ক করা হবে। এরপরেও যদি তারা কথা না শোনে, তারা যদি মনে করেন খালটা তাদের প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার জায়গা সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে চরম কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে।'
তিনি বলেন, 'গাজীপুরের উল্লেখযোগ্য পুকুরগুলো পুনরুদ্ধার করার জন্য জেলা প্রশাসককে একটা প্রকল্প জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে জমা দেয়ার জন্য বলা হয়েছে। এতে ১৮ টি পুকুরের একটা তালিকা আমরা পেয়েছি। এক্ষেত্রে জনগণের মতামত যাতে প্রতিফলিত হয়।'
যেগুলো খনন করলে বেশি মানুষের উপকার হবে সেগুলোই খনন করে পুনরুদ্ধার করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পুকুর সংস্কার মানে পুকুরের পাশে প্রাকৃতিকভাবে সীমানা চিহ্নিত করে একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। এ প্রকল্পটা অনুমোদন দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে।
উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমরা যারা এখানে আছি আমরা নিজে নিজের জায়গা থেকে যেন পলিথিন ব্যবহার বন্ধ করে দিই। কোন কাজে তখনই সরকার সফল হবে যখন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে উপদেষ্টা গাজীপুরের ডিসিকে নির্দেশ দেন।
ঢাকার চারপাশে ৪টি নদী দখল ও দূষণ মুক্তকরণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করে চুক্তি করে দিয়ে যাব যা পরের সরকার এসে করবে বলেও উল্লেখ করেন তিনি।
নদী ও জলাভূমি সিম্পোজিয়াম অনুষ্ঠানে গাজীপুরের নদ-নদী ও জলাভূমির ওপর বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান, পানি উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রাফিউস সাজ্জাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, বহুমুখী পাটপণ্য উৎপাদন ও রপ্তানীকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না।