শিরোনাম
ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে হংকং ঘোষণা দিয়েছে, দেশটি আরও আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানাবে।
হংকং থেকে এএফপি জানায়, বাণিজ্য এবং অন্যান্য বিষয় নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিরোধ তীব্রতর হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক আয়। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে স্থগিত করেছেন একজন মার্কিন বিচারক।
এই প্রেক্ষাপটে শুক্রবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের শিক্ষা সচিব ক্রিস্টিন চোই বলেছেন, ‘বিশ্বের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।’
চোই আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের নীতির কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য সহায়তা দিতে হংকংয়ের শিক্ষা দপ্তর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা সীমিত রাখার নিয়ম শিথিল করা হয়েছে।’
হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইচকেইউএসটি) শুক্রবার এক বিবৃতিতে জানায়, হার্ভার্ডে বর্তমানে অধ্যয়নরত অথবা ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের তারা স্বাগত জানাবে।
বিশ্ববিদ্যালয়টি আরো জানায়, ‘শিক্ষার্থীদের শিক্ষা যাত্রা যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আমরা শর্তহীন ভর্তি প্রস্তাব, সহজ ভর্তি প্রক্রিয়া ও একাডেমিক সহায়তা চালু করছি।’
‘ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট’ অনুসারে, হার্ভার্ড বিশ্বের এক নম্বর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে এইচকেইউএসটি অবস্থান করছে ১০৫তম স্থানে।
হার্ভার্ড তার ভর্তি ও নিয়োগ প্রক্রিয়ায় সরকারের নজরদারির প্রস্তাব প্রত্যাখ্যান করায়, ট্রাম্প বিশ্ববিদ্যালয়টির ওপর ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘প্রতিষ্ঠানটি উগ্র উদারপন্থা ও ইহুদি বিদ্বেষের আঁতুড়ঘর।’
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, হার্ভার্ডকে ‘সহিংসতায় উসকানি দেওয়া, ইহুদি বিরোধিতা ও চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার’ জন্য জবাবদিহি করতে হবে।
শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, ‘এতে যুক্তরাষ্ট্রেরই আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’
হার্ভার্ডে বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ চীনা শিক্ষার্থী রয়েছে। এরা আন্তর্জাতিক শিক্ষার্থীর মোট সংখ্যার এক-পঞ্চমাংশ।
চীনের আরও লক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাদের কাছে এসব প্রতিষ্ঠান একাডেমিক উৎকর্ষ এবং মানসম্পন্ন শিক্ষার বাতিঘর হিসেবে বিবেচিত।