শিরোনাম
ওমর ফারুক
রাজশাহী, ২২ মে, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এতে জমিতে কেটে রাখা বোরো ধানের কিছুটা ক্ষতি হলেও মাত্র দানা আসা ধান, পাট, আম, লিচুসহ বিভিন্ন ফসলের উপকার হয়েছে বলে দাবি করেছে কৃষি বিভাগ।
রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা তারেক আজিজ বাসসকে বলেন, ‘চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রকর্ড করা হয়েছে, যা ছিলো ৮৪ মিলিমিটার। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে বৃষ্টি শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়। এতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ কিলোমিটার। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।’
এদিকে জেলার বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে, ৯টি উপজেলাতেই বৃষ্টিপাত হয়েছে। উপজেলাগুলোতে গড় ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কোনো কোনো উপজেলায় কমবেশি বৃষ্টিও হয়েছে।
বৃষ্টির কারণে মাঠে থাকা বোরো ধানের জন্য খুব উপকার হয়েছে। তবে কিছু সময় জলাবদ্ধতার জন্য কাটা ধানগুলোতে অল্প ক্ষতি হয়। ধানের পাশাপাশি পাট, আম ও লিচুসহ অন্যান্য ফসলের ব্যাপক উপকার হয়েছে। বৃষ্টির সাথে বাতাসের বেগ বেশি না থাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। আউশ মৌসুম হওয়ায় আউশের জন্য এ বৃষ্টি আশীর্বাদ স্বরূপ।
তানোর উপজেলার কৃষক আব্দুল জলিল বাসসকে বলেন, এ বৃষ্টিতে আমার জমির বোরো ধানের কোনো ক্ষতি হয়নি। কারণ ধানে মাত্র দানা আসা শুরু হয়েছে। তবে যাদের জমিতে বোরো ধান কাটা ছিল তাদের কিছুটা ক্ষতি হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বাসসকে বলেন, ঝড় না থাকার কারণে এই বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি, বরং পাট, আম ও লিচুর জন্য ব্যাপক উপকার হয়েছে। আউশ মৌসুম হওয়ায় আউশ ধান বপনের জন্যও এটি ভালো হয়েছে।