শিরোনাম
ঢাকা, ২২ মে, ২০২৫, (বাসস): পশ্চিমা লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এসময়ে এ ধরনের বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাসস’কে বলেন, দেশের পশ্চিম দিকে অবস্থিত বিহার বা পশ্চিমবঙ্গ এলাকাসমূহ তুলনামূলক উষ্ণ হয়ে বলে আমরা জানি। এবং এ উষ্ণ আবহাওয়ার জন্য সেখানে লঘুচাপের সৃষ্টি হলে সেই পশ্চিমা লঘুচাপ কখনো কখনো সরে গিয়ে আমাদের দেশের উত্তরাঞ্চলের মধ্য দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে।
সেরকমই একটি পশ্চিমা লঘুচাপ দেশে প্রবেশ করার কারণে এর প্রভাবে কিছুদিন দেশের উত্তরভাগে বৃষ্টিপাত হয়েছে, যা ধীরে ধীরে কমে আসছে। মূলত সেই লঘুচাপের আস্তে আস্তে সরে আসার কারণেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এতো বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আজ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকায় মোট ২০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকালে ঢাকার আকাশে যে মেঘ ছিলো এখন তা নারায়ণগঞ্জ ও নরসিংদীর দিকে সরে গেছে।’
এই মেঘমালার প্রভাবে উল্লেখ্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এদিকে আজকের বৃষ্টিপাতের ব্যাপ্তি ঢাকা ও এর আশেপাশের মধ্যেই সীমাবদ্ধ থাকার একটি কারণ হলো, এ বৃষ্টিপাতের উৎস ছিলো ঢাকার জাজিরা পয়েন্টে। মূলত সেখানে ঘনীভূত মেঘমালার কারণে সকাল থেকে এ বৃষ্টিপাতের সূচনা।’
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকার মধ্যে কক্সবাজার ব্যতীত অন্য উপকূলীয় এলাকা যেমন- নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল, ভোলা, বরগুনায় বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে, ফেনী এবং উত্তর চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।
এ ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই লঘুচাপের প্রভাব কেটে যাওয়া পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, আবহাওয়া পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৌসুমি বায়ু এর আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। যার প্রভাবে আগামী ২৫-২৬ মে নাগাদ দেশের ‘কোস্টাল বেল্ট’,পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।