বাসস
  ২২ মে ২০২৫, ১০:০৮

চীনের সঙ্গে শান্তি ও সংলাপ চায় তাইওয়ান: প্রেসিডেন্ট লাই চিং-তে

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। ছবি : সংগৃহীত

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, তিনি চীনের সঙ্গে শান্তি ও সংলাপ চান। তবে একইসঙ্গে দ্বীপ রাষ্ট্রটিকে নিজের প্রতিরক্ষা শক্তি জোরদার করতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকাও জরুরি। গত ১২ মাসে তাইওয়ান ঘিরে চীন সামরিক মহড়া ও যুদ্ধ মহড়া ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

তাইপে থেকে এএফপি জানায়, দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট লাই মঙ্গলবার বলেন, তার সরকার শান্তির পক্ষে এবং সংলাপ চায়, তবে চীনের হুমকি মাথায় রেখে প্রতিরক্ষায় ছাড় দেওয়া যাবে না।

চীন এর আগে একাধিকবার লাইয়ের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক ও স্বশাসিত দ্বীপটিকে চীনের অংশ দাবি করলেও লাই তা সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, শুধু তাইওয়ানের জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তাইওয়ান সরকার আগেই সতর্ক করেছিল, তাদের এক বছর পূর্তি উপলক্ষে চীন নতুন করে সামরিক মহড়া চালাতে পারে। তবে রাজধানী তাইপেইয়ের প্রেসিডেনশিয়াল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লাই শান্তির বার্তা দেন।

লাই বলেন, ‘আমিও শান্তির পক্ষে। কারণ শান্তির কোনো মূল্য নেই আর যুদ্ধের কোনো বিজয়ী নেই। তবে শান্তি চাইতে গিয়ে আমাদের স্বপ্ন বা বিভ্রমে থাকা যাবে না।’

তিনি আরও বলেন, যুদ্ধ এড়ানোর সেরা উপায় হলো—যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা অব্যাহতভাবে শক্তিশালী করবে।

লাই বলেন, ‘আমি এখান থেকে আবারও বলছি—পারস্পরিক সম্মান বজায় রেখে তাইওয়ান চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা করতে আগ্রহী। সংলাপ দিয়ে সংঘাত প্রতিস্থাপন করা সম্ভব, এবং সম্পর্কবিহীন বন্ধন নয়, বিনিময়ের মাধ্যমে সেতুবন্ধ গড়া যেতে পারে।’

তবে বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক দফতরের মুখপাত্র বিনহুয়া চেন লাইয়ের এই বক্তব্যকে বিচ্ছিন্নতাবাদী অবস্থান হিসেবে অভিহিত করেন এবং বলেন, এই কৌশল ব্যর্থ হবে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

চেন আরও বলেন, চীন সংলাপে আগ্রহী, তবে সেটা হতে হবে ‘মাতৃভূমির পুনঃএকত্রীকরণকে এগিয়ে নেওয়ার প্রাসঙ্গিক বিষয়গুলোর ভিত্তিতে’।

গত সপ্তাহে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লাইকে তাইওয়ান প্রণালির সংকট সৃষ্টিকারী বলে অভিহিত করেছে এবং বলেছে, তিনি উত্তেজনা ও সংঘাত বাড়িয়ে অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করছেন।

লাই বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়েও এক চ্যালেঞ্জের মুখে আছেন, যদিও এই মুহূর্তে তা স্থগিত রয়েছে। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনাগুলো ‘সাবলীলভাবে’ এগোচ্ছে।

প্রেসিডেন্ট লাই আরও জানান, প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে উৎসাহ দিতে সরকার একটি সার্বভৌম সম্পদ তহবিল গঠনের পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘সরকার একটি সার্বভৌম তহবিল গঠন করবে, যা একটি জাতীয় বিনিয়োগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে সরকারি নেতৃত্বে বেসরকারি খাতের সক্ষমতা ও তাইওয়ানের শিল্পক্ষেত্রের শক্তিকে কাজে লাগানো হবে।’ তবে তিনি এর বিস্তারিত তথ্য দেননি।

গণমাধ্যমে বক্তব্য শেষ করার পর, লাই চলমান কমপিউটেক্স ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এই আয়োজনে তাইওয়ান বংশোদ্ভূত এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ছিলেন মূল আকর্ষণ।

সেখানে লাই এনভিডিয়ার বিভিন্ন সরবরাহকারী ও অংশীদার প্রতিষ্ঠান যেমন ফক্সকন ও মিডিয়াটেকের স্টলে যান এবং শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন।

গত মাসে চীন ‘স্ট্রেইট থান্ডার-২০২৫এ’ নামে তাইওয়ান ঘিরে বড় ধরনের যুদ্ধ মহড়া চালায়। মহড়ার নামের শেষে থাকা ‘এ’ বর্ণটি ইঙ্গিত দেয়—এ ধরনের আরও মহড়া সামনে আসতে পারে।

এর আগে ২০২৪ সালের মে মাসে প্রেসিডেন্ট লাই দায়িত্ব নেওয়ার পরপরই চীন ‘জয়েন্ট সোর্ড-২০২৪এ’ নামের মহড়া চালায়, আর একই বছরের অক্টোবর মাসে ছিল ‘জয়েন্ট সোর্ড-২০২৪বি’।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনের ছয়টি যুদ্ধবিমান ও ১১টি নৌযান দ্বীপটির কাছাকাছি অবস্থান করেছে।