বাসস
  ২০ মে ২০২৫, ১৬:১২

স্টারলিংকের ব্যবহারে চীন-মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের প্রভাব দেশে পড়বে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হওয়ার প্রেক্ষিতে প্রেস ব্রিফিং করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): স্টারলিংকের ব্যবহারের অনুমতি চীন-মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আজ থেকে বাংলাদেশে অফিশিয়ালি স্টারলিংকের যাত্রা শুরু হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ যোগাযোগ প্রযুক্তির বিচারে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চায়। বাংলাদেশে ৪ থেকে ৫ জি টেকনলোজিতে সর্বাধুনিক নেটওয়ার্ক ও ব্যাকবোন স্থাপনে চীনা প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিটিসিএল, টেলিটক সংস্থার অধীন চীনা অর্থায়নে ও প্রকৌশলীদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। বাংলাদেশের মোবাইল কোম্পানির ভেন্ডর হিসেবেও অনেক চীনা কোম্পানি কাজ করছেন। আমরা চাই, চীন কিংবা মার্কিন ব্যবসায়ীরা যেনো স্বাধীনভাবে এখানে জাতীয় স্বার্থ রক্ষা করে উন্মুক্তভাবে ব্যবসা করতে পারেন।

তিনি বলেন, চীনা কোম্পানি জিডব্লিউ যদি আসতে চায় তারাও একই প্লেসি সুবিধা প্রাপ্ত হবে। উল্লেখ্য, অন্যান্য দেশের কিছু কোম্পানি যেমন- আমাজেন কুপার, তেলেসাট, সেটিলয়েট এবং অনিওয়েব (ইউকে) আগ্রহী। তারা এখানে ব্যবসা করলে আমরা তাদেরকেও একই রকম পলেসি সুবিধা দিতে প্রস্তুত রয়েছি বলে জানান তিনি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।