বাসস
  ১৭ মে ২০২৫, ১৪:২৫

ঝিনাইদহে কোরবানির জন্য প্রস্তুত ২ লাখ ৬৩ হাজার পশু

ঝিনাইদহ জেলার খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুত করার শেষ সময়ের কাজ চলছে। ছবি : বাসস

।। শাহজাহান নবীন ।।

ঝিনাইদহ, ১৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় আসন্ন ঈদুল আযহায় কোরবানির জন্য একলাখ ৯৩ হাজার ৩৭৬টি পশুর চাহিদা রয়েছে। আর কোরবানির উপযোগি দুইলাখ ৬৩ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্তত ৭০ হাজার পশু দেশের বিভিন্ন এলাকার কুরবানির পশুর হাটে পাঠানো যাবে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারনে সীমান্ত দিয়ে ভারতীয় গরুর চোরাচালান রোধ করা সম্ভব হয়েছে। একারনে এবার কুরবানির বাজারে পশুর ভালো দাম পাওয়ার ব্যাপারে আশাবাদী স্থানীয় খামারি ও পশু ব্যবসায়ীরা। 

জেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, চলতি বছর জেলার ৬টি উপজেলায় দুইলাখ ৬৩ হাজার ১২৯টি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে গরু ৯৫ হাজার ৪৭৫টি, মহিষ ২ হাজার ২৪৬টি, ছাগল একলাখ ৫৫ হাজার ৩৬৩টি এবং ভেড়া ১০ হাজার ৪৫টি। আসন্ন কুরবানিতে জেলার চাহিদা মেটানোর পরেও প্রায় ৬৯ হাজার ৭৫৩টি পশু উদ্বৃত্ত থাকবে। এসব পশু ব্যবসায়ী ও খামারিরা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করবেন।

ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ছোট- বড় মোট সাড়ে ১৮ হাজার খামার রয়েছে। এসব খামারে কোরবানির জন্য গরু ও ছাগল প্রস্তুত করার শেষ সময়ের কাজ চলছে। 

খামারি খানজাহান আলী, হাফিজুর রহমান ও আজাদুর রহমান জানান, সব খামারেই কুরবানির জন্য গরু ও ছাগল প্রস্তুত করার শেষ সময়ের কাজ চলছে। ঝিনাইদহের খামারগুলোতে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসম্মদ উপায়ে গবাদিপশু লালনপালন করা হয়। 

গরু ব্যবসায়ী জিয়াউর রহমান, হোসেন আলী ও মিজানুর রহমান বলেন, এবার কুরবানি সামনে রেখে বড় বড় খামারের পাশাপাশি গ্রামের কৃষক পরিবারগুলো বাড়িতে বাড়িতে গড়ে ৩টি- ৪টি করে গবাদিপশু প্রস্তুত করেছেন।

স্থানীয় খামারি ও গবাদি পশুর ব্যবসায়ীরা বলছেন, এ বছর জেলার স্থানীয় বাজারে কুরবানির জন্য পশুর সংকট হবে না। বরং কোরবানির জন্য স্থানীয় চাহিদা মিটিয়েও অন্তত প্রায় ৭০ হাজার পশু উদ্বৃত্ত থাকতে পারে। ফলে এসব পশু দেশের অন্যান্য জেলার পশুহাটে সরবরাহ করা যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএসএম আতিকুজ্জামান জানান, নিরাপদ গবাদিপশু পালনের মাধ্যমে  জেলার খামারিরা মাংস উৎপাদনে অনন্য ভূমিকা রাখছেন। জেলায় ১৮ হাজারেরও বেশি খামারি রয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে খামারিদের নিয়মিত পরামর্শ ও গবাদিপশুর চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঝিনাইদহ জেলায় আসন্ন ঈদুল আযহায় কোরবানির জন্য একলাখ ৯৩ হাজার ৩৭৬টি পশুর চাহিদা রয়েছে। কিন্তু জেলার খামারগুলোতে স্থানীয় চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। এসব পশু ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নারায়ণগঞ্জে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছেন খামারিরা।