শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেডআরএফের গভর্নিং বডি (বোর্ড অব ডাইরেক্টরস), মনিটর, কো-অর্ডিনেটররহ সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ব্যক্তিগত প্রয়োজনে কানাডা সফর করছেন। এ সফরকালে ফাউন্ডেশনের ডাইরেক্টর (অ্যাডমিন) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এ দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কমিটি গঠন করেছে জেডআরএফ।
জেডআরএফ এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানান, আগামী ৩০ মে ২০২৫ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। শাহাদাত বার্ষিকী উদযাপনে কমিটি গঠন করেছে জেডআরএফ।
কমিটিতে অধ্যাপক মো. লুৎফর রহমানকে আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হলেন-কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, প্রফেসর ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যারিস্টার মীর হেলাল ডা এ. কে. এম খালেকুজ্জামান দীপু, প্রকৌশলী আশরাফ রেজা ফরিদী জিলানী।
প্রকৌশলী মো. মাহবুব আলমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. এ এস হায়দার পারভেজ, প্রফেসর ড. মো. আবদুল করিম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. এ কেএম মাসুদ আখতার জিতু, ডা. মো. সিরাজুস সালেহীন প্রিন্স, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি, প্রকৌশলী মো. একেএম জহিরুল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলী, ড. শেখ মনির উদ্দিন জুয়েল, কৃষিবিদ মো শফিউল আলম দিদার, অধ্যাপক ড. মো. আবু জাফর খান, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, মিসেস শামীমা রহীম, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম, ডা. সাঈদ ইমতিয়াজ উদ্দীন (সাজিদ), এডভোকেট আশরাফ জালাল খান মনন, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, প্রকৌশলী রাজীব মাসুদুর রহমান, ডা. জাহানারা লাইজু, প্রকৌশলী মো. মেহেদী হাসান সোহেল, ডা. আফিফ হোসেন, কৃষিবিদ কে এম সানোয়ার আলম, ডা. গালিব হাসান প্রিতম, সাংবাদিক শফিকুল ইসলাম, প্রকৌশলী আসিফ হোসেন রচি, প্রকৌশলী সায়েম শাহনেওয়াজ ও ডা. রাকিবুল ইসলাম আকাশ।
অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের ঐতিহ্যবাহী সংগঠন সাদা দলের নির্বাচিত আহ্বায়ক। তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
বিগত আওয়ামী ফ্যাসিবাদ শাসনামলে শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে চাকরি হারানোসহ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন মামলাসহ নানা হয়রানির শিকার হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির এ শিক্ষক তুখোড় সংগঠক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
দীর্ঘ আইনি লড়াইয়ে ঢাবির চাকরি ফিরে পেলেন নির্যাতিত অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অন্যায়ভাবে চাকরিতচ্যুতির দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগে পুনরায় গত আগষ্টে যোগদান করেছেন তিনি।
২০১৮ সালের ২৬ মার্চ একটি জাতীয় দৈনিকের স্বাধীনতা দিবস সংখ্যায় ঢাবির অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। এ লেখার কারণে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠির রোষানলে পড়েন তিনি।
তাকে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয়। এ ছাড়া তৎকালীন প্রো-ভিসিকে (প্রশাসন) আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ে সর্বোচ্চ আদালতের রায়ে তিনি চাকরিতে পুনরায় যোগদান করেন।