বাসস
  ১০ মে ২০২৫, ১৯:২৭

'গণহত্যাকারী' আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন 

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয়। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ‘জুলাই যোদ্ধা’ ও আহত-নিহত পরিবারের সদস্যদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশে একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। 

তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের জুলাই মাসে ছাত্রদের গণঅভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে।

বক্তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের মানুষের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে। তাদের হাতে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এ রাজনৈতিক দলটি এখন জনগণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এ দলকে নিষিদ্ধ ঘোষণা করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের স্থানীয় আহ্বায়ক মো. শহীদুল ইসলাম। 

গণ-আন্দোলনে আহত-নিহত পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।