শিরোনাম
নওগাঁ, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার পোরশা উপজেলায় আজ রডবাহী ভ্যানের ধাক্কায় মজিরন সাথী (২৮) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে পোরশা উপজেলার নিতপুর কপালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিরন সাথী জেলার পোরশা উপজেলার কপালী গ্রামের রায়হান ইসলামের স্ত্রী।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, গৃহবধু মজিরন সাথী আজ শনিবার দুপুরে তার বাড়ি থেকে বের হয়ে খাবার পানি নেয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পোরশার দিক থেকে আসা একটি রডবাহী ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মজিরন সাথীকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।