বাসস
  ১০ মে ২০২৫, ১৫:৩৪

নাটোরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মনির গ্রেফতার

আওয়ামী লীগ নেতা ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে শুক্রবার গ্রেফতার করে জেলা পুলিশ। ছবি: বাসস

নাটোর, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার নলডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ নেতা ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত দুইটার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনিরুজ্জামান মনির  নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি  মো. রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের মামলা রয়েছে। আজ  শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।