বাসস
  ১০ মে ২০২৫, ১৩:২২

বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

বগুড়া, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলায় পিকাআপের ধাক্কায় মো. শামীম জিলাদার (৩৫) নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদারের ছেলে।

উপশহর ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর শামীমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।