শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া, ৯ মে, ২০২৫ (বাসস): ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ বছর পর ঘোষিত কমিটিতে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সিরাজুল ইসলাম এর আগে আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে। সব বিরোধ ও বিভেদ দূর হবে। দলের সবাই একসঙ্গে মিলেমিশে রাজনীতির মাঠে এগিয়ে যাবেন।