শিরোনাম
বাগেরহাট, ৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন এর ফলক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার দুপুরে বাগেরহাট রণবিজয়পুর খানজাহান আলী মাজার সংলগ্ন এলাকায় পর্যটন কর্পোরেশন আয়োজিত মোটেল কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জুম মিটিংয়ে মোটেলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাতেমা রহিম ভীনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান, জনপ্রশাসনে সংযুক্ত সচিব ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা সুলতানা।
মোটেলটির উদ্বোধনকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, বাণিজ্যিকভাবে মোটেলটির উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের পর্যটন শিল্প আরও বিকশিত হবে এবং এখানকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।
নাসরীন জাহান বলেন, মোটেলটি সফলভাবে পরিচালনা করা গেলে বাগেরহাট অঞ্চলের আগত ভ্রমণ পিপাসুদের জন্য নিরাপদ, আরামদায়ক আবাসন ও খাবার নিশ্চিত করা সম্ভব হবে।
পর্যটন বর্ষ উপলক্ষ্যে দেশের কতিপয় পর্যটন সুবিধাদির উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাট জেলায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক নির্মিত রণবিজয়পুর পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন বাণিজ্যিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। যা দেশি-বিদেশি পর্যটকদের অত্যন্ত মনোরম পরিবেশে থাকা খাওয়ার সুযোগ হিসেবে ৫০ আসন বিশিষ্ট ও ১৬ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম, ইয়ুথ ইন ডরমিটরি ২৮ বেডের সুবিধাসহ স্যুট রুম, স্ট্যান্ডার্ড ডিলাক্স, টুইন বেড, ডাবল বেড, নন এসি সিম্পল রুমের ব্যবস্থা। ভবনটি পাঁচতলা বিশিষ্ট ৩৩ টি রুম রয়েছে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা। সার্বক্ষণিক লন্ডিং সার্ভিস, পার্কিং সুবিধা, নিরবচ্ছিন্ন ফ্রি ওয়াইফাই ও ২৪ ঘণ্টা নিরাপত্তা।
এ ছাড়া অত্যন্ত স্বাচ্ছন্দ্যে রেস্তোরাঁয় একসঙ্গে ৬০ জন দর্শনার্থী, পর্যটক ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন।