বাসস
  ০৯ মে ২০২৫, ১৯:০৬

দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষসহ দু’জনের বিরুদ্ধে দুদকের মামলা 

দিনাজপুর সরকারি মহিলা কলেজ। ছবি: বাসস

দিনাজপুর, ৯ মে, ২০২৫ (বাসস) : দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীনসহ দু’জনের বিরুদ্ধে ৯৮ লাখ ১ হাজার ২৫৬ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুূদক)।

বৃহস্পতিবার রাতে দিনাজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সহকারী পরিচালক মো. নুর আলম মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলাটি দুদক দিনাজপুর কার্যালয়ের সরকারি পরিচালক খায়রুল বাসারকে এই মামলার তদন্তকরী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 

সহকারি পরিচালক খায়রুল বাশার বৃহস্পতিবার রাতে জানান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অর্থ আত্মসাতের ঘটনা তিনি নিজে অনুসন্ধান করে দুদক সদর দপ্তরে প্রতিবেদন পেশ করেছেন। সদর দপ্তরের অনুমতিক্রমে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। 

মামলায় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোছা. ফরিদা পারভীন ও হিসাব রক্ষক মো. নুরুল আলমকে আসামী করা হয়। তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কলেজের সরকারি অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তে অর্থ আত্মসাতের সাথে আরো কেউ জড়িত থাকলে, তাদেরকে আসামী হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি বলেন।

মামলার বাদী জানান, সংরক্ষিত রেকর্ডপত্র পর্যারোচনা করে দেখা যায়, কলেজের ছাত্রীদের কাছ থেকে ৩৬ টি খাতে অর্থ আদায় করে ৩৬টি ব্যাংক হিসাব পরিচালনা করা হয়। তহবিল খাত, সংশ্লিষ্ট কমিটির আহবায়ক/ সদস্যদের আবেদন, চাহিদাপত্রের প্রেক্ষিতে বিল ভাউচার ভুয়া তৈরি করে জনতা ব্যাংক বাহাদুর বাজার এলপিসি শাখা থেকে ক্রীড়া তহবিল থেকে ৩টি চেকের মাধ্যমে ৭ লাখ ৯৮ হাজার, অভ্যন্তরিন ক্রীড়া তহবিল থেকে ২টি চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার, নিরাপত্তা ও অত্যাবশ্যকীয় কর্মচারি তহবিল থেকে ৩৮টি চেকের মাধ্যমে ৯ লাখ ৯ হাজার টাকা, লাইব্রেরী তহবিল থেকে ৫ টি চেকের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার ৪০০ টাকা, ধর্ম ও সমাজ কল্যাণ তহবিল থেকে ২১ টি চেকের মাধ্যমে ৫ লাখ ৮ হাজার টাকা, সাহিত্য ও সাংস্কৃতিক তহবিল থেকে ২০ টি চেকের মাধ্যমে ৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, উন্নয়ন তহবিল থেকে ১১টি চেকের মাধ্যমে ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা, আইসিটি তহবিল থেকে একটি চেকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা তোলা করা হয়েছে।