শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ৯ মে, ২০২৫ (বাসস): ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করার দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি পৌর সদরের বুড়ি পুকুর পাড় পর্যন্ত প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একই সাথে জুলাই গণহত্যার বিচার এবং শহীদ ও গাজী পরিবারকে পুনর্বাসনের দাবি জানানো হয়।
এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলার সংগঠক আরিফুস সাকিব যামিম, যুগ্ম সদস্য সচিব ফয়সাল উদ্দিন রায়হান, সদস্য আরিফুল ইসলাম, মোহিত, ওবায়দুল মোস্তফা মাহির, নাহিন, আসিফ, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উপজেলা শাখার সদস্য নাসমুস সাকিব তামিম, কাজী ইয়াছিন, পৌর জামায়াত নেতা আবুল মনছুর ও সাইদুল আলম।