বাসস
  ০৯ মে ২০২৫, ১৭:৫১

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম, ৯ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ মোরশেদ (৩৫) ও  আকতার হোসেন (৫০) নামের আরও দুজন।

আজ শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমোয়া এলাকার মাস্টার আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী আইকনিক এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশাটি। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা তাজনিম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল ভর্তি হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে গাড়ি দু’টি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।