শিরোনাম
ভোলা, ৯ মে, ২০২৫ (বাসস) : ভোলার মনপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সামসুদ্দিন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সাগরকে মনপুরায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার ওসি মো. আহসান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেফতার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মনপুরা থানার ওসি বাসসকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলা সভাপতি সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অপরাধের অভিযোগ আসছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।