বাসস
  ০৮ মে ২০২৫, ১৮:৪৬

বাকৃবিতে তিন মাসব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন

বৃহস্পতিবার বাকৃবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো তিন মাসব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাকৃবি (ময়মনসিংহ), ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)’র মাৎস্যবিজ্ঞান অনুষদে আজ প্রথমবারের মতো তিন মাসব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫  এ মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫১তম ব্যাচের ১০৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশিপ ব্যবস্থাপনা কো-অর্ডিনেটর ও একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

উল্লেখ্য, বাকৃবি’র মাৎস্যবিজ্ঞান অনুষদের  চতুর্থ বর্ষে অধ্যয়নরত ১০৯ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ গ্রহণ করছেন। এই শিক্ষার্থীরা ১১টি পৃথক গ্রুপে দেশের বিভিন্ন হ্যাচারি ও  ফিশ ফিড ইন্ডাস্ট্রিতে হাতে-কলমে কাজ করবেন।  

তিন মাসব্যাপী (১২ সপ্তাহ) কার্যক্রমের প্রথম ১১ সপ্তাহ তারা মাঠ পর্যায়ে কাজ করবেন।

এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমি মনে করি, এই ইন্টার্নশিপের পর মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার আর কোনও ঘাটতি থাকবে না। তারা প্রান্তিক পর্যায়ে মৎস্য খাতের অবস্থা বুঝতে পারবে এবং চাকরিক্ষেত্রে মনস্তাত্ত্বিক চিন্তাধারায় এগিয়ে থাকবে।’

শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও যোগ্যতার মাধ্যমে এই সেক্টরের গতি আনবে বলেও বিশ্বাস করেন এই উপাচার্য।