বাসস
  ০৮ মে ২০২৫, ১৮:৩১

উন্নত জাতের ধান চাষে কৃষকরা দ্বিগুণ ফলন করেছে : কৃষি উপদেষ্টা

ছবি : বাসস

দিনাজপুর, ৮ মে, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি বিভাগের উদ্ভাবনকৃত উন্নত জাতের ধান চাষে কৃষকরা দ্বিগুণ ফলন করতে সক্ষম হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দিনাজপুরের বিরল উপজেলার মোকলেছপুর গ্রামের মাঠে উপদেষ্টা বোরো ধান কাটা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। 

তিনি বলেন, এই উৎপাদনের পিছনে এ দেশের কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার দেশের কৃষকদের কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এ সময় উপদেষ্টা কৃষক মো. আমিজ উদ্দিনের অর্জিত ব্রি-৮৮ জাতের পাকা বোরো ধান কাটেন।

উপদেষ্টা বলেন, দেশে ১৮ কোটি লোকের বসবাস। কিন্তু আবাদি জমির পরিমাণ অনেক কমে গেছে। এর পরেও আমাদের কৃষকরা ধান চাষে দ্বিগুণ ফলন উৎপাদন করেছেন। 

তিনি বরেন্দ্র বিভাগের চেয়ারম্যানকে তাৎক্ষণিক কৃষকদের কৃষি কাজে সুবিধার জন্য, তাদের পানির বিল সহনীয় পর্যায়ে কমিয়ে নিয়ে আসার নির্দেশনা দেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের সীমান্তে কোন সমস্যা নেই। কৃষকরা সীমান্ত এলাকার ধান কাটাসহ সব ধরনের কৃষি কাজ নির্বিঘ্ন করতে পারবেন। এজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার রয়েছে। 
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সব সময় সত্য সংবাদ পরিবেশন করুন, তবে কোন সমস্যা থাকবে না। কিন্তু মিথ্যা সংবাদ পরিবেশন করে, আমাদের পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করার সুযোগ সৃষ্টি করে দিবেন না।’

ধান কাটা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদুল্ল্যা মিয়ান, বাংলাদেশ কৃষি অধিদপ্তরের পরিচালক (কৃষি তথ্য ও সার্ভিস) মো. মশিউর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর বিভাগের রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আমিনুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারফাত হোসাইন ও দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেনসহ কৃষি ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় বিরল উপজেলার কৃষকরা।