বাসস
  ০৭ মে ২০২৫, ১৯:৩৫

জবিতে অনুষ্ঠিত হলো চতুর্থ সংগীত উৎসব

জবিতে অনুষ্ঠিত হলো চতুর্থ সংগীত উৎসব। ছবি: বাসস

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে চতুর্থ সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে সংগীত উৎসবের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে যে মুক্ত ও সৃজনশীল পরিবেশ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ দেশীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব বলে আমি বিশ্বাস করি। সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জাতির প্রেরণার উৎস। মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই বিপ্লবে সংগীতের শক্তিই আমাদের সংগ্রামে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা প্রত্যাশা মজুমদারকে স্মরণ করছি। এমন সম্ভাবনাময় প্রাণের অকালপ্রয়াণে আমাদের গভীরভাবে ব্যথিত করে। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে মানবিক হতে হবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে যেন অন্ধকার পথে পা না বাড়াই।’

উৎসবের প্রথম ধাপে সকালে ‘সার্বিক স্বরূপ সমীক্ষণ: সংগীত ও সংবিৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগীত উৎসবটি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সভাপতিত্ব করেন সংগীত উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসান।

সংগীত উৎসবে শিল্পী শাহীন সামাদ-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজনের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন শিল্পী খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, প্রিয়াংকা গোপ, সাগর দেওয়ানসহ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।