বাসস
  ০৭ মে ২০২৫, ১৯:২৫

মাগুরায় জাতীয় সীরাত প্রতিযোগিতা

জাতীয় সীরাত প্রতিযোগিতা। ছবি : বাসস

মাগুরা, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ভিত্তিক জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় জেলা সদরের পারনান্দুয়ালীতে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের (৩য় তলা) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ক’ ও ‘খ’ দুই গ্রুপে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে দুটি গ্রুপ থেকে মোট ৬ জন বিজয়ীকে সনদপত্র, ক্রেস্ট ও বই প্রদান করা হয়। 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।