শিরোনাম
গাজীপুর, ৭ মে, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ে বোরো ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জামাপুর ইউনিয়নের চুপাইর ব্লকে সমলয় চাষাবাদের আওতায় ৫০ একর জমির বোরো ধান কাটা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার পাল ও কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম।
এ সময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে এবং শ্রমঘন কৃষি কার্যক্রমে প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রি ধান-৯২) সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো চুপাইর ব্লক প্রদর্শনী পদ্ধতিতে চাষ করা হয়। বুধবার কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ে এ ধান কর্তন করা হয়।