শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) সাবেক গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি বা পদায়ন করা হয়েছে।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশ মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) সিআইডিতে পদায়ন করা হয়েছে, ডিআইজি সিআইডি গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) পদে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর সারদায় বিপিএ প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) পদে পদায়ন করা হয়েছে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকায় এসপিবিএন’র ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।