শিরোনাম
চাঁদপুর, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মো. আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে পৃথক দু’টি ঘটে।
ডশশু মো. আবদুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের মো. রুবেলের ছেলে। অন্যদিকে, শিশু মাহফুজ ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পৃথক ঘটনায় পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায় শিশু আবদুল্লাহ ও শিশু মাহফুজ। গুরুতর অবস্থায় উভয় শিশুকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষনা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।