শিরোনাম
মাদারীপুর, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বিদ্যমান সরকারী মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’-এর জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম।
জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভায় অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. মনিরুল ইসলাম ও প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম বলেন, অল্পদিনের মধ্যেই মোবাইল অ্যাপসের মাধ্যমে রাজধানীতে বসেও দূরের কোন খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে।
এ অবহিতকরণ সভায় মৎস্য খামারী, মাছ ব্যবসায়ী, মাছের খাবার সংগ্রহকারীসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।