বাসস
  ০৭ মে ২০২৫, ১৭:৩৫
আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:৪৩

নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালে স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু 

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) চারটি বেডের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট চালু করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই নতুন স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জহিরুল ইসলাম-সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।