শিরোনাম
বরগুনা, ৭ মে, ২০২৫ (বাসস) : জেলার আমতলী উপজেলায় আজ ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাসান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত পাঁচহাজার পাঁচ’শ কৃষকের মধ্যে আউশ আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে সরকারি সহায়তা প্রদান করা হবে। এর আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএমপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।