শিরোনাম
গাজীপুর, ৬ মে ২০২৫ (বাসস): জেলায় আজ গাজীপুর নগরীতে ট্রাকচাপায় চম্পা বেগম (১৮) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর গাছা থানার হারিকেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চম্পা বেগম নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার হাররকান্দি গ্রামের আরাফাত আলীর মেয়ে। চম্পা তার স্বামী কাউসারের সাথে গাজীপুর নগরীর হারিকেন রোডে ভাড়া বাসায় থেকে ইন্টারলুপ বিডি লিমিটেড নামক গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক গার্মেন্টস কর্মি চম্পা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চম্পা বেগম নিহত হন।
এ বিষয়ে গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার এস এম আশরাফুল আলম জানান, নিহত চম্পা বেগমের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।