শিরোনাম
রাঙ্গামাটি, ৬ মে, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন লেকে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলার কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক এক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ মো. এরশাদ বিন শহীদ, প্রশিক্ষক হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা।
উক্ত রিফ্রেশার্স প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যচাষি অংশ নেন।