বাসস
  ০৬ মে ২০২৫, ১৪:০৮

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় যুবলীগ নেত্রী গ্রেফতার

ছবি : বাসস

সাভার, ৬ মে, ২০২৫ (বাসস) : সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ফারজানা ইসলাম শোভাকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবীর জানান, সোমবার রাতে রাজধানী ঢাকার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফারজানা ইসলাম শোভা ধামসোনা ইউনিয়ন মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগের সদস্য। 

তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ঘটনায় আশুলিয়া থানায় ২টি মামলা রয়েছে। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সরকার বিরোধী কাজে লিপ্ত ছিল ফারজানা।
আজ দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।