শিরোনাম
নেত্রকোনা, ৬মে, ২০২৫ (বাসস): জেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
সারাদেশে ৩১ জেলার ৩১ উপজেলার ৩১টি ব্যাচে ১২৪০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে নেত্রকোনা সদর উপজেলায় ১টি ব্যাচে মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এক মাস ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন এনআইএলজি এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্ব অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, সদর সার্কেল স্বজল চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ প্রশিক্ষণার্থীরা।